Loading..

খবর-দার

১১ অক্টোবর, ২০১৯ ১০:৪৩ পূর্বাহ্ণ

দাসিয়ার ছড়ায় পালিত হলো: অ্যাম্বাসেডর শিক্ষক সম্মেলন।

দাসিয়ার ছড়ায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস।


০৫ অক্টোবর ২০১৯, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় দাসিয়ার ছড়া রিসোর্স সেন্টারে

   পালিত হলো     

"বিশ্ব শিক্ষক দিবস ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে    ICT4E Ambassador -দের ভূমিকা ভূমিকা শীর্ষক আলোচনা সভা"। 

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ICT4E অ্যাম্বাসেডর ফোরাম ও প্রতিশ্রুতিশীল শিক্ষক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত -

লাল-কুড়ি শিক্ষক সম্মেলন ও আনন্দ মেলায় উপস্থিত  ছিলেন-

প্রধান অতিথি জনাব মোছাঃ জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, কুড়িগ্রাম।

 

 বিশেষ অতিথি জনাব শামছুল আলম,জেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম।


সভাপতি জনাব মাছুমা আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী,কুড়িগ্রাম। (০৫/১০/১৯ খ্রি.)।


উক্ত সম্মেলনে  লালমনির হাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার শতাধিক প্রতিশ্রুতিশীল ও আইসিটি এক্সপার্ট শিক্ষক, ছিটমহল বিনিময় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ,ছাসিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

 ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, SDG-র লক্ষ মাত্রা অর্জন ও উন্নত রাষ্ট্র গঠনে A2i project কর্তৃক নিয়োগ প্রাপ্ত ICT Ambassador অগ্রণী ভূমিকা পালনে দৃঢ় অংগীকার  ও প্রত্যয়ের মাধ্যমে দিন ব্যাপী  অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।