Loading..

খবর-দার

১১ অক্টোবর, ২০১৯ ০১:২৯ অপরাহ্ণ

"বরিশাল বিভাগীয় সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা অন্বেষণ-২০১৯" এর পটুয়াখালী জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বরিশাল বিভাগীয় সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা অন্বেষণ-২০১৯" এর পটুয়াখালী জেলা পর্যায়ের প্রতিযোগিতা পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ অক্টোবর '২০১৯ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বরিশাল বিভাগীয় সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা অন্বেষণ-২০১৯" এর পটুয়াখালী জেলা পর্যায়ের প্রতিযোগিতা জেলা শিক্ষাঅফিসারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া জে. আর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা আইসিটি কমিটি (শিক্ষক)র সভাপতি ICT4E অ্যাম্বাসেডর জনাব মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিকাল ৩ টা হতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে জেলা গবেষণা কর্মকর্তা জনাব মোঃ আইয়ুব আলি সহ বিচারক হিসাবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব শওকত হোসেন হিরন। জেলা ICT4E অ্যাম্বাসেডর হিসাবে সার্বিক সহযোগিতায় ছিলেন গলাচিপা উপজেলাধীন শুহুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা আইসিটি কমিটি( শিক্ষক)র সাধারণ সম্পাদক রাজা মিয়া, জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ মতিউর রহমান, দুমকী উপজেলার আঙ্গারিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আল মাহমুদ পারভেজ ও আঙ্গারিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শঙ্কর মিত্র। জেলার আটটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষকগণ এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের তাৎক্ষনিক তৈরিকৃত ডিজিটাল কন্টেন্টের বিচারে নিম্নক্ত শিক্ষকগণ বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য বিচারকগণ কর্তৃক নির্বাচিত হন।

  • ১ম - মোঃ তরিকুল ইসলাম- সহকারী শিক্ষক-পোনাহুরা ফাজিল মাদ্রাসা- বাউফল
  • ২য় - মোঃ সাইফুল ইসলাম- সহকারী শিক্ষক- কলাপাড়া বালিকা বিদ্যালয়- কলাপাড়া
    • ৩য় - শিশির বিন্দু মন্ডল - সহকারী শিক্ষক- টাউন উচ্চ বিদ্যালয়-পটুয়াখালী সদর
      ৪র্থ- মোঃ মিজানুর রহমান-সহকারী শিক্ষক- গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়- গলাচিপা
      ৫ম- মোঃ ওয়াহিদুল ইসলাম-চর মৈশাদী স. প্রা. বি- পটুয়াখালী সদর(প্রাথমিক)
      ৬ষ্ঠ- মোঃ আব্দুল মালেক- সহকারী শিক্ষক- সুবিদখালী র.ই সরকারি মা/বি- মির্জাগঞ্জ
      ৭ম- মোসাঃ সাজেদা আক্তার
      - সহকারী শিক্ষক রাঙ্গাবালী মডেল মা/ বি, রাঙ্গাবালী।

      সন্ধ্যা ৭:৩০ টায় পুরষ্কার বিতরনের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।