Loading..

ম্যাগাজিন

১৩ অক্টোবর, ২০১৯ ০২:১০ অপরাহ্ণ

বিধ্বস্ত সময়ের সাতকাহন

অক্সিজেনের মাক্স পরা এলোমেলো সময়-
গুড়িয়ে দিচ্ছে হৃদয়ের সুবাতাস।
জঙধরা বিবেক প্রশ্ন করছে আমার আমিকে,
চোখ বুজে দেখতে পাই মধ্যযুগীয় তাণ্ডবতাকে!
তবুও যেনো হার মানছে-
সেই ইতিহাসের ইতিহাস।

শরতের সাদা মেঘ, কাশফুল; তারুণ্যের প্রকৃতির পাঠ,
প্রথম আদর্শ, দর্শন, প্রেম।
আবেগে রাতজাগা লাজুক চোখ,
থরথর প্রথম চুম্বন।
সব, সবকিছু ----

লাইফ-সাপোর্টে থাকা নির্বাক সময়-
কাস্মীর থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ থেকে স্বদেশ।

তবু চলছে, চলছি----
কোনো এক প্রাগৈতিহাসিক বিধ্বস্ত সময়ে।

উৎসর্গ : হতবাক সময়কে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি