Loading..

নেতৃত্বের গল্প

১৫ অক্টোবর, ২০১৯ ০৩:২৩ অপরাহ্ণ

কে ইউ পি স্কুলের লিমা ও রোদসীর "International English Olympic" এ অংশ নিল।

কে ইউ পি স্কুলের লিমা ও রোদসীরা  "International English Olympic" এ অংশ নিল।

উম্মে হাবিবা লিমা ও আফিয়া জাহিন রোদসী তখন নবম শ্রেণিতে উঠেছেসকল ধরনের বক্তৃতায় বেশ পারদর্শীতা লাভ করেছে । তাই তাদের পাবলিক স্পিকিং এর যোগ্যতার পরীক্ষায় অংশ নেয়ার সমস্ত ব্যয়ভার গ্রহণ করতে  প্রস্তুত কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। 

তাদের শক্তি যাচাই , মূল্যায়নও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য পরামর্শ ও অনুশীলণ অনেক প্রয়োজন তাই এগিয়ে এলেন NAEM সাবেক মহাপরিচালক জনাব মোঃ হামিদুল হক সহ  UNDP এর কয়েকজন উর্ধতন কর্মকর্তা যাদের Public speaking  News Casting সম্পর্কে  ভাল  ধারনা আছে , ফলে  লিমা ও রোদসীদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। 

সার্থকতাঃ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত "International English Olympic" এর সর্ব কনিষ্ট এ দুজন প্রতিযোগীর মধ্যে উম্মে হাবিবা লিমা অক্টো-ফাইনালিস্ট এর যোগ্যতা অর্জন করে।

প্রত্যাশাঃ  আসুন দেশের সব প্রতিষ্ঠান এই সব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের মেধাবী মানুষে পরিনত করি। সকলের উদ্দেশে তাই International English Olympic"এর লিঙ্কটি দিলাম-

দয়া করে সার্চ করুন -  https://aeo.mybnec.org/

এবং- https://www.youtube.com/watch?v=VraQgJEB48Q&feature=youtu.be