Loading..

নেতৃত্বের গল্প

২৩ অক্টোবর, ২০১৯ ১১:২১ পূর্বাহ্ণ

সমস্যা সমাধানভিত্তিক শিখন-শেখানো কৌশল "এক্সপার্ট জিগ স"

Expert Jigsaw এটি হল একটি সহযোগিতামূলক বা অংশগ্রহণমূলক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষক শ্রেণি কক্ষে অতি অল্প সময়ে অনেক বেশি পাঠদান করতে পারেন।

পদ্ধতিতে শিক্ষার্থীদের ব্রেইন স্ট্রমিং করার সুযোগ রয়েছে। Expert Jigsaw কৌশলটি  প্রয়োগের  মাধ্যমে শ্রেণির সকল শিক্ষার্থী পুরোবিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভে সক্ষম হয়

  প্রথমে একটি বিষয়বস্তু নির্বাচন করে তাকে / ভাগে ভাগ করতে হবে।  শিক্ষার্থীদেরও সমসংখ্যক দলে ভাগ করতে হবে। প্রতিটি দলকে একটি করে বিষয়বস্তুর অংশ করে ভাগ দিতে হবে। প্রতিটি দলের সদস্যরা তাদের জন্য নির্বাচিত বিষয়বস্তুর অংশ পরবে প্রয়োজনীয় আলোচনা করে একটি বস্তু নির্ভর সারাংশ তৈরি করবে। নতুন দল গঠনের সময় খেয়াল রাখতে হবে পূর্বে গঠিত দল থেকে একজন করে শিক্ষার্থী যেন প্রত্যেক নতুন দলে থাকে।

অতঃপর অংশগ্রহণকারীরা নতুন দলে একজন অন্যজনকে পূর্বের বিষয়বস্তুর আলোচনা সম্পর্কিত তথ্য দিবে, বিষয়বস্তু সম্পর্কে জানাবে যা পূর্বতন দলে পাঠ আলোচনার মাধ্যমে সে জেনেছিল।এ কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যমক্রম পরিচালনা করলে তাদের অল্প সময়ে  বিষয় জ্ঞানে দক্ষ ও সৃজনশীল  করে তোলা যাবে।