Loading..

প্রকাশনা

২৫ অক্টোবর, ২০১৯ ০৮:২০ অপরাহ্ণ

স্বরচিত কবিতা

উদাত্ত আহ্বান

তন্ময় কুমার মণ্ডল

মোরা বাংলাদেশের উন্নয়নে নিরালস করি ধ্যান,

কিভাবে মোরা বিদ্যার্থীরে দানিব শিক্ষা জ্ঞান......

কত ভালো করে সহজে মগজে-হৃদয়ে বপিব শিক্ষা,

হাসি আনন্দে শিশুরা লবে জাতি গঠনের দীক্ষা।

আমরা বিলাব আপনা উজাড়ি যতটুকু আছে সাধ্য,

সততা প্রচেষ্টা মিলে গেলে শিশু শিখতে যে হবে বাধ্য।

শিক্ষাগুরু যে আলোর মশাল সবে আপন শিখাটি জ্বালো।

লাখো শিক্ষক কোটি বাঙালীর হৃদয়ে জ্বালাবে আলো।

এ ন্যায় সমরে সহযোদ্ধারা এসো হাতে হাতে ধরি,

জ্ঞানকে ঢাল আর ছাত্রকে মোরা প্রধান অস্ত্র করি।

মোদের জ্ঞানকে ওদের দিয়ে ছড়াব বিশ্ব-মাঝে,

সে গুরু ধন্য যে গুরু শিষ্যের স্মরণ পথে বিরাজে।

বিশ্ব একদিন এই বাংলাকে করবে নমস্কার,

আজিকে কাঁধে তুলে নিলাম সেই দ্বায়িত্ব-ভার।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি