Loading..

খবর-দার

২৬ অক্টোবর, ২০১৯ ০৭:৫৯ অপরাহ্ণ

শিক্ষার্থীদের রিডিং পড়তে সাহায্য করা।

আমি আমার বিদ্যালয়ের ২ য় শ্রেনির বাংলা ক্লাস এ পড়াই।আমার ২ শ্রেণির ক শাখায় মোট ছাত্র ৩০ জন।৩০ জনের মধ্যে ২০ জন ভাল ভাবে রিডিং পড়তে পারে।বাকি ১০ জনকে রিডিং পড়া শেখাতে আমি চেস্টা করে যাচ্ছি।আমি নিজে বানান করে বার বার পড়াতে থাকি এরপর শ্রেণিতে যারা পারে আর যারা রিডিং পড়তে পারে না তাদের জোড়া তৈরি করে দেই।আমি ঘুরে ঘুরে দেখি।আমি খেয়াল করছি যারা রিডিং পড়তে পারছে না কিন্তু আমার সহায়তা ও সহপাঠিদের সহায়তায় তারা খুব চেস্টা করছে।আমি আশাবাদী এভাবে রিডিং পড়ানোর ফলে আমি লক্ষ্য অর্জন করতে পারব।

শারমিন জামান,সহকারি শিক্ষক,গোহাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বোয়ালমারী,ফরিদপুর।