Loading..

খবর-দার

২৮ অক্টোবর, ২০১৯ ১২:৩৯ অপরাহ্ণ

হবিগঞ্জে অ্যাম্বাসেডরদের সমন্বয় সভা অনুষ্ঠিত

একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) মনোনীত জেলা এ্যাম্বাসেডরদের মাসিক সমন্বয় সভা গতকাল রবিবার হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। মোহাম্মদ লোকমান খানের সভাপতিত্বে ও ওয়াকিল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- পংকজ কান্তি গোপ, হোসাইন আহমদ মউজুদী, এম এ রহিম, আয়েশা আক্তার আখি প্রমুখ। সভায় প্রায় ২০জন এ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন। হবিগঞ্জ জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল,মাদরাসা) সকল শিক্ষকদের জ্ঞাতার্থে উক্ত সভার সিদ্ধান্তাবলী নিম্নে বিস্তারিত বর্নিত হইল।

(১) জেলার সকল উপজেলায় মাল্টিমিডিয়া টিচার্স গ্রুফ গঠন করা।

(২) জেলার সকল উপজেলায় ১০ জন এ্যাম্বাসেডর তৈরী করন।

(৩) জেলা এবং সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সমন্বয় সভায় এ্যাম্বাসেডর গ্রুফের প্রতিনিধি উপস্থিত থাকা নিশ্চিতকরণ। 

(৪) ভিষন ২০২১ এবং SDG এর লক্ষ্য বাস্তবায়নে এ্যাম্বাসেডরদের অগ্রণী ভুমিকা পালনে সচেষ্ট হওয়া। 

(৫) শিক্ষক বাতায়ন, মুক্তপাঠে অনগ্রসর শিক্ষকদের সম্পৃক্তকরনের লক্ষে ইনহাউজ প্রশিক্ষনে কার্যকর পদক্ষেপ নেয়া। 

(৬) সরকারের শিক্ষা ক্ষেত্রে  নানামুখী উন্নয়ন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা, যাতে অন্যরা উৎসাহিত হয়ে কাজ করে, দেশ এগিয়ে যায়।

(৭) সকল এ্যাম্বাসেডর ও সেরা কন্টেণ্ট নির্মাতাদের সরকারী লোগো সম্বলিত আইডি কার্ড প্রস্তুত করণ।

পরে নতুন নিয়োগপ্রাপ্ত তিনজন এ্যাম্বাসেডর যথাক্রমে লিপ্তি রায়, জাহেদুর রহিম লিটন ও আবুল কালামকে ফুল দিয়ে বরণ করা হয়। একই অনুষ্ঠানে বিদেশ থেকে প্রশিক্ষন নিয়ে আসা তিন জন এ্যাম্বাসেডর যথাক্রমে ছানা উল্লাহ শাহ ফকির, ওয়াকিল আহামেদ ও এনামুল হককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় 'হাওড় সম্মেলন' সফল করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।