Loading..

উদ্ভাবনের গল্প

১৪ নভেম্বর, ২০১৯ ০৮:৫৮ অপরাহ্ণ

মিড ডে মিলের গল্প -১_মোঃ মুকুল মিয়া সহকারী শিক্ষক, _ এম,এ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়,কুড়িগ্রাম সদর,কুড়িগ্রাম।

শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ সাধনে মিড ডে মিল কর্মসূচি একটি যুগোপযোগী মাধ্যম। শিক্ষক -শিক্ষার্থথীর সমন্বিত উদ্যোগ, সমন্বিত পরিকল্পনা,  সমন্ববিত কর্মসূচি ও সমন্বিত কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যথেষ্ট মেধাার বিকাশ সম্ভব। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন স্কুল পালানোর চেষ্টা কে একেবারই করেছে নিরুৎসাহী।

উপস্থিতির হার প্রায় শতভাগের কোটায় নিয়ে গেছে,আমাদের স্কুলে। কুড়িগ্রাম জেলায় সর্ব প্রথম মিড ডে মিল চালু হয়েছিল  আমাদের  স্কুলে। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান  ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ জাফর আলী এবং জেলা শিক্ষা অফিসার  মহোদয়।

গতমাসের ১৫তারিখ থেকে আজ ১৪ নভেম্বর পর্যন্ত একমাস পূর্ত হলো। এ এক মাসের বিরতিহীন  মিড ডে মিলে আমাদের অর্জিত হলো নানাবিধ অভিঙ্গতা।

(চলমান পর্ব)