Loading..

উদ্ভাবনের গল্প

১৬ নভেম্বর, ২০১৯ ১১:২৩ পূর্বাহ্ণ

গাছ বাঁচান নিজে বাঁচুন

গাছ আমাদের পরিবেশের অমূল্য সম্পদ। গাছ তার সারা জীবন আমাদের উপকারই করে যায়। গাছ ছাড়া আমরা এক মূহুর্তও কল্পনা করতে পারি না। গাছ আছে বলেই আমাদের পরিবেশ এত বৈচিত্র্যময়। আমাদের নিজেদের প্রয়োজনেই গাছকে বাচাতে হবে। গাছ বাঁচলে আমরা উপভোগ করতে পারব নির্মল বাতাস,সতেজ ফলমূল এবং প্রাকৃতিক সৌন্দর্য। গাছ নিজের স্বার্থ ছাড়াই আমাদের সব দিয়ে যাচ্ছে, আর আমরা কি পারিনা আমাদের স্বার্থের জন্য গাছকে বাচিয়ে রাখতে। তাই আসুন সবাই মিলে গাছ বাচাই আর নিজে বাচিঁ। আমাদের শিক্ষার্থীদেরকে এই বিষয়ে অবগত করতে পারলে তারা নিজেরাই এগিয়ে আসবে।