Loading..

খবর-দার

১৬ নভেম্বর, ২০১৯ ০৩:৫৭ অপরাহ্ণ

আসুন সহনশীলতার চর্চা করি"

         "আসুন সহনশীলতার চর্চা করি"

তামাম দুনিয়া জুড়েই এখন শুধুই অস্থিরতা । জাতিগত, সম্প্রদায়গত বা রাজনৈতিক কারণে একে অন্যকে সহ্য না করতে পারার জন্য প্রতিটি রাষ্ট্রই হিংসা আর বিচ্ছিন্নতাবাদের স্বীকার । তার সঙ্গে যোগ হয়েছে উদ্বাস্তু আর দেশ হারানো মানুষের ঢল । অনুপ্রবেশকারী আর আশ্রয়দাতার সংঘাত । চুড়ান্ত অসহনশীলতার মধ্য দিয়েই ছুটে চলেছে গোটা পৃথিবী । 

১৯৯৫ সালে অসহনশীলতার ক্ষতিকর দিক নিয়ে মানুষকে সচেতন করার জন্যে, রাষ্ট্রসংঘ ১৬ নভেম্বর থেকে চিহ্নিত করেছিলো আন্তর্জাতিক সহনশীল দিবস হিসেবে । বস্তুত ওই বছটি রাষ্ট্রসংঘ সহনশীল বর্ষ হিসেবে ঘোষণা করে । 

আসুন জাতিতে, ধর্মে, দেশি-বিদেশি, সকল সংস্কৃতির প্রতি সহনশীল হতে শিখি । আচারে ব্যবহারে হয়ে উঠি রুচিমান সহনশীল মানুষ ।