Loading..

খবর-দার

১৭ নভেম্বর, ২০১৯ ০১:৩৭ পূর্বাহ্ণ

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী শিক্ষার্থী দোয়া ও শুভকামনা রইল। এ পরীক্ষা জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষা তাই আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নের উত্তর লিখবে। যে কোন পরীক্ষায় ভাল ফলাফলের জন্য আত্মবিশ্বাস ও অনুশীলনের বিকল্প নেই। আত্মবিশ্বাস থাকতে হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে। আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে সেরা সাফল্যই অর্জন করা সম্ভব। পরীক্ষা নিয়ে কোন টেনশন করা যাবে না, কারণ পরীক্ষা নিয়ে টেনশন বা ভয় করলে পরীক্ষা ভাল হবে না বরং শরীর খারাপ হতে পারে। পরীক্ষা মানেই অনেক পড়াশোনা, পরীক্ষায় অংশগ্রহণের জন্য শরীর সুস্থ্য রাখতে হবে। তাই এ সময় শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে, আর এর জন্য প্রয়োজন নিয়মিত ও পরিমিত খাদ্য গ্রহণ, তবেই হবে ভাল পরীক্ষা।

এছাড়া জেনে বুঝে উত্তর লিখতে হবে, উত্তরপত্রে কাটাকাটি করা যাবে না, কাটতে হলে একটানে কাটতে হবে। সারা বছর যা পড়েছ তাই ভাল করে মনোযোগের সহিত রিভিশন করবে। পরীক্ষার আগে বেশি রাত জেগে পড়াশুনার প্রয়োজন নেই। এছাড়া পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখবে। তারপর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাড়ী থেকে বের হবে, রাস্তায় যানজটও হতে পারে সেটাও মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে খাতা পাওয়ার পর কভার পেজের নির্ধারিত স্থানে নাম, রোল, বিষয়, কেন্দ্র, পরীক্ষার্থীর স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লিখতে হবে, আর এসব তথ্য সঠিকভাবে লেখার জন্য প্রবেশ পত্রের সাহায্য নিবে। খাতার মার্জিন টানতে হবে এজন্য প্রতিটি পাতার উপরে ও বাম পাশে পরিমাণ মত মার্জিন দিয়ে নিবে। এরপর প্রশ্নপত্র পাওয়ার পর লেখা শুরু করবে। মূল খাতার পাতা শেষ হলে অতিরিক্ত পাতা নিয়ে সাথে সাথেই পাতা নম্বর লিখবে। সব প্রশ্নের উত্তর লেখা শেষ হলে পুরো খাতাটি একবার ভালভাবে রিভিশন করে নিবে, তাতে ছোটখাট ভূল ধরা পড়বে। | পরিশেষে সবার পরীক্ষা ভাল হোক এই কামনায়।

লেখকঃ শামছুল হক

শিক্ষক, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

সৈয়দপুর,নীলফামারী।