Loading..

খবর-দার

১৭ নভেম্বর, ২০১৯ ০৯:০৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) পেয়েছে দক্ষিণ সুরমা উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্টান ।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ‘কানেক্টিং ক্লাসরুমস’র অধীনে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) পেয়েছে দেশের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। তার মধ্যে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্টান । গত ৭ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে মান সম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচী সফল ভাবে বাস্তবায়ন করায় এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ, বাংলাদেশে নিয়োজিত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বর, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর (এডুকেশন) ডেভিড মেনার্ড এবং হেড অব স্কুলস মোশাররফ তানসেন। দক্ষিণ সুরমার ১৮ শিক্ষা প্রতিষ্টান গুলো হচ্ছে, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়,প্রগতি উচ্চ বিদ্যালয়, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিলাম পি.এল উচ্চ বিদ্যালয়, নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদর্শ উচ্চ বিদ্যালয় ( রস্তমপুর), হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয়, কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়, জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, হাজী মোঃ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, মোগলা বাজার প্রি-ক্যাডেট একাডেমি, লিটল বার্ড একাডেমি, ইকবাল একাডেমি, ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হজরত আয়শা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়, একতা একাডেমি।