Loading..

খবর-দার

১৮ নভেম্বর, ২০১৯ ১২:১৮ পূর্বাহ্ণ

বাউবি’র এসএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি (প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের) পরীক্ষা ২০২০ এর সময়সূচী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছেপরীক্ষার সময়সূচী অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। এতে সকালের পরীক্ষা ৯ টা থেকে ১২ টা এবং বিকালের পরীক্ষা ২ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে  


পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাঃ লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীর আইডি নম্বর, প্রোগ্রাম কোড (১০) ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হবে। বিশেষ বিবেচনায় ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ, মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, পরিচয় পত্র (আইডি কার্ড) ব্যতীত কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, De-novo রেজিস্ট্রেশনকৃত ১২ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ১১ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ থাকছে। 

পরীক্ষার সময়সূচী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (www.bou.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।