Loading..

নেতৃত্বের গল্প

২০ নভেম্বর, ২০১৯ ১১:১৩ অপরাহ্ণ

সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনতা উচ্চ বিদ্যালয়ের মিড-ডে-মিল চালু

আমি মোহাম্মদ কবিরুল ইসলাম। আমি ছাতকের প্রত্যন্ত অঞ্চলের জনতা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি পহেলা জুলাই ২০১৯ খ্রীঃ। এর আগে দীর্ঘ পনের বছর সহকারী শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আমি শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছি,ICT4E এম্বাসেডর নির্বাচিত হয়েছি,আইসিটি মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছি।আমি এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনেক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। মাল্টিমিডিয়া ক্লাস,শিক্ষকদের আইসিটি বিষয়ে উদ্ভুদ্ধকরন,শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগীতামুলক প্রতিযোগীতার আয়োজন,মিড ডে মিল চালুকরন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি কার্যক্রম,অভিবাবক সমাবেশ,গুণি ব্যক্তিদের সম্মাননা ইত্যাদি কার্যক্রম সফল নেতৃত্বে করে যাচ্ছি। তা ছাড়াও সুনামগঞ্জ জেলাকে এগিয়ে নিতে এম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতারা মিলে আইসিটি বিষয়ক ইনহাউজ  প্রশিক্ষণ(শিক্ষক বাতায়ন,মুক্তপাঠ, এমএমসি,কিশোর বাতায়ন) কর্মশালা যা হয়েছে সব কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছি।এগিয়ে যাচ্ছে জনতা উচ্চ বিদ্যালয়,এগিয়ে যাচ্ছে ছাতক উপজেলা ,এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা।