Loading..

উদ্ভাবনের গল্প

২৭ নভেম্বর, ২০১৯ ০৮:৩২ পূর্বাহ্ণ

"শুধু পাঠ্যবইয়েই নয়, শিক্ষার্থীদের বিচরণ করতে দিতে হবে কল্পনার জগতেও "

"শুধু পাঠ্যবইয়েই নয়, শিক্ষার্থীদের বিচরণ করতে দিতে হবে কল্পনার জগতেও "

শিক্ষার্থীরা যাতে বিভিন্ন সহশিক্ষার মাধ্যমে দীক্ষিত হয়ে আনন্দ নিয়ে পাঠ করার মাধ্যমে বিষয়বস্তুর অন্তর্নিহিত ভাব আত্মস্থ করার মাধ্যমে তাদের  চিন্তাশক্তির প্রসার ঘটাতে পারে এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায় ও সচেতন হয় সেদিকেই সবচেয়ে  বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। তাই ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আজকের টপিক্স " Healthy foods and Junk Food"

আজকের টপিক্স থেকে শিক্ষার্থীরা জানতে পারলো- স্বাস্থ্যসম্মত খাবার খেলে কি উপকার হয় এবং ক্ষতিকর খাবার খেলে কি ধরনের সমস্যা হয়।