Loading..

খবর-দার

০৩ ডিসেম্বর, ২০১৯ ০৬:৪০ পূর্বাহ্ণ

মুজিববর্ষ উৎযাপনে পাবনা জেলা শিক্ষা বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়ন!

                  *** মুজিববর্ষ উৎযাপন ***

---------------------------------------------------------

বোয়াইলমারী কামিল (এমএ) মাদরাসা, সাঁথিয়া, পাবনা

---------------------------------------------------------

সর্বজন শ্রদ্ধেয় পাবনা জেলা শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) কর্মকর্তা জনাব এস.এম মোসলেম উদ্দিন স্যার কর্তৃক উদ্ভাবিত এবং পরিকল্পিত-

 ["২০২০ সালে যারা ৯ম শ্রেণিতে অধ্যয়ন করবে, বর্তমানে যারা জেএসসি/জেডিসি ফলপ্রার্থী "]

 তাদেরকে ২০৪১ সালের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কম্পিউটার এর উপরে হাতেখড়ি দেয়ার মাধ্যমে মুজিববর্ষ কে অধিকতর স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ICT4E জেলা অ্যাম্বাসেডর, পাবনা নিরলসভাবে কাজ করে। এক মাসের পাইলট প্রকল্পে এ কর্মসূচির অংশী হিসেবে "বোয়াইলমারী কামিল (এমএ) মাদরাসা সফলভাবে সম্পন্ন করে।