Loading..

নেতৃত্বের গল্প

০৫ ডিসেম্বর, ২০১৯ ০৬:৪৪ পূর্বাহ্ণ

সবুজ ও পরিচ্ছন্ন স্কুল (পর্ব ১)

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে ১৯৯৬ সালে লৌহজং নদীর তীর ঘেষে গড়ে উঠেছিল পুলিশ লাইনস্‌ আদর্শ উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়টি ঘীরে ঘীরে তাদের পথচলায় উন্নয়নের স্বাক্ষর রেখে যাচ্ছে।আমরা জানি, পরিষ্কার-পরিচ্চছন্নতা ঈমানের অঙগ।এরই ধারাবাহিকতায় বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

"সবুজ ও পরিচ্ছন্ন  বিদ্যালয় " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়কে সাজিয়েছি নানাভাবে।বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের চারপাশে,ভবনের কিনারায় বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুলের গাছ রোপণ করে থাকি এবং পরিচর্যাও করি।এখন শীতকাল তাই গাঁদা ফুলে ভরে উঠেছে বিদ্যালয়টি এবং সবুজ ঘাসে ছেয়ে গিয়েছে মাঠ।এক কথায় বলা যায় যে, স্বপ্নের বিদ্যালয়টি যেন অপরুপ সাজে সেজে উঠেছে।যা শিক্ষার্থীদের মন-প্রাণ সতেজ করে তোলে এবং শিক্ষার্থীরাও উৎসাহিত হয়ে বিদ্যালয়ে নানাজাতের ফুলের গাছ রোপণ করে থাকে।