Loading..

ম্যাগাজিন

১১ ডিসেম্বর, ২০১৯ ০৮:১৩ অপরাহ্ণ

জম থেকে জমকালো

জম
--
ওই যে শব্দগুলো কিভাবে একে অন্যের সাথে জড়িয়ে থাকে,কিভাবে উৎস থেকে সর্বত্র বর্ণ আর বর্ণের সন্ধি, ছড়িয়ে গড়িয়ে প্রবাহিত হয়-বিষয়টি বিস্ময় তো কেবল নয় সেই সাথে মুগ্ধতার আবেশও সৃষ্টি করে।
এই বর্ণ আর শব্দের মহারণ্যে যে প্রবেশ করবে তার ওখান থেকে বের হয়ে আসার কি জো আছে?
জম শব্দটি নিয়েই একটু ভাবি।
জম এর আগে জম্
জম্ হল জন্যর সীমায়ন।
আর
জম হল জন্যর সীমায়ন যাহাতে।
অর্থাৎ জন্য জম-এ সীমায়িত।
জন্য তবে কী?
জন্যঃ√জন্+ য (ব.শ)
জন্( জনন) থাকে যাহাতে।
জঃ জ্-অন করে যে,জনন থাকে 'জ' - তে।
জ- এর ক্রিয়াভিত্তিক অর্থ অস্তিত্ব হইতে তার যে আত্মস্বরূপ বহির্গত হয়।
জন্য জনন করে ( উৎপাদক) জনিত হয় ( উৎপাদিত),আচ্ছাদন করে।
জন্য তারিত হয় জাত- এ।
জম অর্থঃ সঞ্চিত হওয়া,জমা,পুঞ্জীভূত হওয়া,রাশি হওয়া,সমবেত হওয়া,একত্র হওয়া,গাঢ় বা ঘন হওয়া,স্থায়িত্বপ্রাপ্ত হওয়া,সংসক্ত হওয়া,আঁটিয়া যাওয়া,অসম্পাদিতভাবে থাকা(কাজ), গাঢ় বা ঘোরাল হওয়া।
কোনও উৎপাদিত বস্তু,বাহ্য সম্পদ,টাকা পয়সা,সন্তানাদি, গান বা সুর বা যে কোনও সম্পদই যদি জমা করা হয় তবে সীমায়িত হয়ে সঞ্চিত বা পুঞ্জীভূত হয়, যে তা জমা করে তার এখতিয়ারে।
এই যে জমা করার কৃতিত্ব এতে যে জমা করে তার চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা দেবে, এটাই হল জমক।
জমার জমক।
জমক যখন খুব বেশি লালিত হয় তখন ব্যাপারটা হয় জমকাল বা জমকালো।
--- বঙ্গীয় শব্দার্থকোষের আলোকে।

--১১/১২/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি