Loading..

ম্যাগাজিন

১২ ডিসেম্বর, ২০১৯ ১০:১৮ অপরাহ্ণ

সহযাত্রা

সহযাত্রা
--
সযতনে রেখো মনের মুকুরে,
তোমার সযত্ন ছায়া,
তোমার উচ্ছ্বাস যত
সব এসে আন্দোলিত করে,
আর বিষন্ন বিপন্ন প্রহরে
তুমি আমি মিলে দেখি
একফালি চাঁদ আকাশে
আর কাটাই মেঘাচ্ছন্ন বেলা।
অমৃতের মত যে ধারা বয়,
অসীমে যে বন্ধন
সীমার বাঁধন কেটে,
তোমাতে আমাতে একসুরে বাজে
এক রাগিণীর তান,
আমাদের দিগন্ত মিলেছে
এক সমতটে,
কী করে বিচ্ছিন্ন হই!
হৃদয়ে তাই প্রকাশের বাইরে
যাবতীয় অনুরণন,
অপেক্ষায় থাকা কবে রাত পোহায়
আর আমাদের যৌথ কলতানে
আমরা রচি আমাদের যৌথ প্রহর,
সম্পূর্ণ আলাদা কিন্তু
আমাদের সন্ধি একই পত্রে বন্দী।
ভালবাসা তাই ঘিরে থাকে,
আর দুর্বার বয়ে চলে,
দু'পাশে যত থাকে সঙ্গী যা কিছু
আমাদের সঙ্গী হয়,
আর আমরা একসাথে চলি
পৃথক কিন্তু সহযাত্রার যাত্রী হয়ে।
--০৪/১২/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি