Loading..

খবর-দার

২৩ ডিসেম্বর, ২০১৯ ০৯:৫৯ অপরাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এটুআই এর মধ্যে আবারো নতুন আঙ্গিকে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এটুআই এর মধ্যে আবারো নতুন আঙ্গিকে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। আগামী ২০২৩ সাল পর্যন্ত গুণগত শিক্ষা অর্জন এবং ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্ভাবন কর্মসূচি নিয়ে একসাথে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও এটুআই।


গত ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুক এবং এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এর আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সিনিয়র সচিব জনাব মোঃ সোহরাব হোসাইন।