Loading..

প্রকাশনা

২৭ ডিসেম্বর, ২০১৯ ১১:৩২ পূর্বাহ্ণ

"ডিজিটাল কনটেন্ট তৈরী ও উপস্থাপনের প্রয়োজনীয় তথ্যাবলী"

শিখণফল:

শিখণফল হল শিখণ অভিজ্ঞতার মাধ্যমে  শিক্ষার্থীদের অর্জিত ফলাফল / যতটুকু পারদর্শিতা অর্জন করল।

শিখনফলে যা লেখা যাবে

     বলতে পারবে

     লিখতে পারবে

     ব্যাখ্যা করতে পারবে

     বিশ্লেষণ করতে পারবে

     বর্ণনা  করতে পারবে

     পার্থক্য করতে পারবে

     চিহ্নিত করতে পারবে

     চিত্র আঁকতে পারবে

     তুলনা করতে পারবে

     তালিকা প্রনয়ণ  করতে পারবে ইত্যাদি।

 

শিখনফলে যা লেখা যাবে না

     জানতে পারবে

     বুঝতে পারবে

     শিখতে পারবে

     অনুধাবন করতে পারবে

     ধারনা করতে পারবে

     উপলব্ধি করতে পারবে

     জ্ঞান লাভ করতে পারবে

এই শব্দগুলো  পরিমাপ বাচক নয়

 


ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য লক্ষণীয় বিষয়

 

1.   ছবি/ভিডিও বিষয় সংশ্লিষ্ট হবে

2.    শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ/জীবন ঘনিষ্ঠ

3     ছবি/ভিডিও’র উপকরণ দেশীয়

4.    সামাজিক মূল্যবোধ, রীতি-নীতি, ধর্মীয়, রাজনৈতিক চেতনার পরিপন্থী নয়

5.    শিক্ষার্থীদের বয়স উপযোগী হবে

6.    শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু করার মত হবে

7.   ব্যাকগ্রাউন্ড সাদা/হালকা রঙের রাখা ভাল

8.   টেক্সট-এর রঙ কালো/গাঢ় নীল রঙের হলে ভাল

9.   পেছনের বেঞ্চের শিক্ষার্থীরাও যাতে দেখতে পারে এরকম ফন্ট সাইজ নিতে হবে (৩২-৩৬ সাইজ, তবে শিরোনামের ক্ষেত্রে ৪৮-৫৪ হলে ভালো হয়)

10.  ব্যাকগ্রাউন্ড, ছবি, টেক্সট-এর রঙের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে

11.  অহেতুক চাকচিক্য পরিহার করতে হবে

১২. অপ্রয়োজনীয় অ্যানিমেশন ব্যবহার না করাই ভাল

13.  একটা স্লাইডে ৬ লাইনের বেশি কখনোই ব্যবহার করা উচিত নয়

14.  অপ্রয়োজনীয় ভিডিও/ছবি ব্যবহার করা উচিত নয়

15. বাংলাতে লিখতে ‘নিকোশ ব্যান’ ফন্ট আর ইংরেজিতে লিখতে ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার করতে হবে।

 

 ডিজিটাল কনটেন্ট তৈরির পর কিভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন

     ইমেজ বা এনিমেশন বা ভিডিও প্রদর্শনের পর শিক্ষক কোন অবস্থাতেই এগুলো বর্ণনা করবেন না।

     শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে তাদের কাছ থেকে উত্তর বের করে আনবেন।

     শ্রেণিকক্ষের পরিবেশ অনুযায়ী একক বা জোড়ায় বা দলীয় কাজ করাবেন।

      পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যাদি শিক্ষার্থীদের দিয়ে বোর্ডে লেখানোর ব্যবস্থা নিতে হবে।

      পাঠ উপস্থাপনার মূল কাজে অবশ্যই শিক্ষকের বক্তৃতা বা বর্ণনা পরিহার করতে হবে।

      শিক্ষক  ক্ল্যু দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করবেন। শিক্ষার্থী এগুলো বর্ণনা করবে।

 মোঃ আবু আব্দুর রহমান সিদ্দিকী

সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি)

জাগরণী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যাবীথি,

নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম।


                                                                                                    মাস্টার ট্রেইনার

ইউ আই টি আর সি , নাগেশ্বরী,

কুড়িগ্রাম


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি