Loading..

ম্যাগাজিন

২৯ ডিসেম্বর, ২০১৯ ০৩:৩৯ অপরাহ্ণ

একটি হাওর পাড়ের শিক্ষক সম্মেলন ও কিছু প্রাপ্তি।

২৭ ও ২৮ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ অনুষ্টিত হয়ে গেল আমার দেখা শিক্ষকদের আয়োজনে ও সারা বাংলাদেশের চৌকস শিক্ষকদের নিয়ে বিশাল আয়োজন হাওর পাড়ের শিক্ষক সম্মেলন। এটুআইর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অনুষ্টানটি আয়োজনে যারা অগ্রনায়ক ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রেখেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। পেশা হিসেবে শিক্ষকতায় আসার পরেও কোনদিন চিন্তা করতে পারিনি জীবনে এমন একটা পরিবেশে এতো গুনীজনের সান্নিধ্য পাবো। কয়েকদিন থেকেই ভেতর থেকে একটা তাড়না অনুভব করছিলাম এই অনুষ্টানটিকে ঘিরে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে যখন মাউশির মহাপরিচালক মহোদয়ের বক্তব্য ও এটুআইর কর্মকর্তাবৃন্দের দিক নির্দেশনামূলক  বক্তব্য শুনছিলাম তখনই মনে হচ্ছিল এখানে উপস্থিত থাকার সুযোগ না পেলে কতবড় মিস করতাম।  দুইদিন ব্যাপী সম্মেলনের প্রতি পর্বই ছিলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। প্রতিটি ধাপেই নিজেকে নতুন করে বিশ্লেষণের সুযোগ পেয়েছি। এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ বা স্বপ্ন হচ্ছে সেগুলো আমার পেশাগত জীবনে প্রয়োগ করা। উল্লেখ্য যে, সম্মেলন উপলক্ষ্যে  দৃশ্যমান যে প্রাপ্তি রয়েছে তার জন্য আয়োজকদের কাছে অবশ্যই কৃতজ্ঞ,  কিন্তু আমার সন্তোষ্টি হচ্ছে অন্য জায়গায় আর সেটা হচ্ছে অদৃশ্য প্রাপ্তি যার জন্য এটুআই  ও আয়োজকবৃন্দের কাছে অনেক কৃতজ্ঞতা। এবার প্রয়োগের সময় যা আমার পেশাগত জীবনে প্রতিটি ধাপে প্রতিটি মূহুর্তে কাজ করবে। আমি বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশ বিনীর্মানে আমরা অবদান রাখতে পারবো।  পরিশেষে আবারো এটুআই ও আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমাকে হাওর পাড়ের সম্মেলনে বা গুনিজনের সান্নিধ্য পাওয়ার সুযোগ দেয়ার জন্য ।                                                  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি