Loading..

নেতৃত্বের গল্প

৩১ ডিসেম্বর, ২০১৯ ০৯:৩১ অপরাহ্ণ

পুঁথিগত বিদ্যা নয়,আলোকিত মানুষ হতে চাই

আজকের শিশু আগামীর সুনাগরিক । শিশু মানব সম্পদে পরিনত হয়ে সমাজের উন্নয়নে ভুমিকা রাখতে পারবে তখনই যখন তার মধ্যে সহমর্মিতা,সহযোগিতা, মানবিকতা,নৈতিকতা,সহনশীলতা সহ সকল মানবীয় গুনাবলী প্রতিষ্ঠা করা সম্ভব হবে ।মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হলে শিশুর মধ্যে এই গুনাবলী আর্জণ করানো সম্ভব । মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাবর্ষের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম গ্রহন করি । বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ জানুয়ারি সকল শিক্ষার্থীর হাতে তুলে দেই নতুন বই । আন্তঃক্রীড়া,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,জন্মদিন ও ক্লাশ পার্টি উদযাপন, বিভিন্ন দিবস পালন,আমাদের ঐতিহ্য"পহেলা বৈশাখ" উদযাপন,হোম ভিজিট,অভিভাবক ও মা সমাবেশ করি । শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে উদ্ভুদ্ধ করতে স্বপ্ন চার্ট তৈরি করি ।সৃজনশীলতা বিকাশে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয় । নৈতিকতা বৃদ্ধিতে নীতিবাক্যের চার্ট স্থপন করি । এছাড়া উপকরণ তৈরি করে ও মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে পাঠদান করি । শিক্ষার্থীদের সাথে বন্ধুর মত আচরনের মাধ্যমে তাদের মানষিক চাহিদা বুঝে সমস্যা সমাধানের চেষ্টা করি । ফলাফল শিক্ষার্থী উপস্থিতি ৯৯% । সমাপনি পরীক্ষায় শতভাগ পাশ সহ প্রতিবছর একাধিক বৃত্তি লাভ করে ।

 আমার প্রতিষ্ঠানের প্রতিটি শিশুকে মানব সম্পদে পরিনত করতে আমরা অঙ্গীকার বদ্ধ  ।