Loading..

উদ্ভাবনের গল্প

০৩ জানুয়ারি, ২০২০ ০৭:০৯ অপরাহ্ণ

সুষম খাদ্য ও মান সম্মত শিক্ষা অর্জন।

পরিমিত সুষম খাদ্য গ্রহণ ও মান সম্মত শিক্ষা অর্জন।

 সুষম খাদ্যঃ

খাদ্যে প্রধানত ছয়টি পুষ্টি উপাদান থাকে ৷ মানুষের দেহের স্বাভাবিক পুষ্টির জন্য বিভিন্ন উপাদান বহুল যেসব খাদ্য সামগ্রী প্রয়োজন এবং যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণ খাদ্য সামগ্রীকে সুষম খাদ্য বলে ৷ দেহের প্রযোজনীয় প্রোটিন, ক্যালরি, ভিটামিন , খনিজ পদার্থের চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে প্রতি বেলায় সুষম খাবার খেতে হবে ৷

শিক্ষার্থীর কার্যাবলীঃ

# শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের খাদ্য উপাদান সংগ্রহ করে।

# খাদ্যের বিভিন্ন উপাদান গুলোর গুরুত্ব ব্যাখ্যা করে।

# বিভিন্ন ধরণের খাদ্য উপাদানের শ্রেণি বিভাগ করে।

# সুষম খাদ্য গ্যালারী তৈরি করে।

# সুষম খাদ্য পিরামিড তৈরি করে।