Loading..

নেতৃত্বের গল্প

২৩ জানুয়ারি, ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ

"স্বপ্নের স্কুল!

স্বপ্নের স্কুল!"Leadership in Education" - Episode-2 "Dream School

শিক্ষকতা পেশাকে আমি শুরু থেকেই ব্রত হিসাবে নিয়েছিলাম। যোগদানের পর থেকেই আমি ছোট ছোট কাজে কমিউনিটিকে সম্পৃক্ত করে সমাধান করে নিতাম। চ্যালেঞ্জিং কাজ বরাবরই আমি রিস্ক নিয়ে সফল হয়েছি। 

২০১০ খ্রিস্টাব্দে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নিয়েই আমি ৩টি বড় ধরণের চ্যালেঞ্জের মোকাবেলা করি। 

  • ১.খেলার মাঠ তৈরি
  • ২.পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপন
  • ৩.অবকাঠামোগত উন্নয়ন

এই ব্যয় বহুল কাজে আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রবাসি দাতাদের সম্পৃক্ত করি।বিশেষ করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে খেলার মাঠ, পরীক্ষা কেন্দ্র স্থাপনসহ ৬টি ভবন নির্মাণে আমি সফল হই। এই কাজটিতে কমিউনিটি সম্পৃক্ত করণে আমি শতভাগ সফল।

কমিউনিটি সম্পৃক্ত করণ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের  একটি উত্তম পন্থা।

কৌশলটি অবলম্বন করে প্রতিষ্ঠানভিত্তিক অনেক সমস্যার সমাধান যে কেউ করতে পারবেন বলে আমার বিশ্বাস।

চেষ্টা করে দেখুন আপনাদের স্বপ্নের স্কুলের জন্য। সফল না হলে সমস্য কী! ব্যর্থতার জন্য তো কারো নিকট জবাবদিহি করতে হবে না। 

কৃতজ্ঞতা হাওর পাড়ের শিক্ষক সম্মেলনে আগত শিক্ষকদের যাঁরা ডকুমেন্টারিটি তৈরি করেছেন।