Loading..

ম্যাগাজিন

২৪ জানুয়ারি, ২০২০ ১০:৩৭ অপরাহ্ণ

মুজিব শত বর্ষ ( আমরাই করবো জয় একদিন, সেদিন বেশী দূরে নয়........................)

আজ ২৪শে জানুয়ারি ২০২০ ইং শেষ হলো চট্রগ্রাম জেলা এম্বাস্যাডর প্রীতি সম্মিলন। আজকের অনুষ্ঠান অলংকিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান শিক্ষা কর্মকর্তা জনাব সুমন বড়ুয়া স্যার, চট্রগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ জসীম উদ্দিন স্যার, ইয়ং প্রফেশনাল ই লার্নিং স্পেশালিষ্ট জনাব অভিজিৎ স্যার এ টু আই, জনাব আখতার হোসেন কুতুবী স্যার, সহযোগী অধ্যাপক, চট্রগ্রাম শিক্ষক প্রশিক্ষণ কলেজ, এছাড়া ও চট্রগ্রামের বিভিন্ন থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সহ সকল এম্বাস্যাডর স্যার রা উপস্থিত ছিলেন। আমাদের লক্ষ্য শিক্ষায় শতভাগ এমএম সি র ব্যাবহার নিশ্চিত করণ। মুজিব শত বর্ষ কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং এস ডি জি ফোর বাস্তবায়নে , একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক বাতায়নে সক্রিয় হয়ে নয় লক্ষ শিক্ষককে সদস্য করে, মুক্তপাঠে সকল কোর্স সফলভাবে সবাই কে সুন্দরভাবে সম্পন্ন করনের মাধ্যমে ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়ন। আমরাই করবো জয় একদিন, সেদিন বেশী দূরে নয়......

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি