Loading..

খবর-দার

২৫ জানুয়ারি, ২০২০ ০৯:২৬ অপরাহ্ণ

National Academy for Educational Management (NAEM) এর সম্মানিত পরিচালক চাঁদপুরের কৃতিসন্তান ড: লোকমান হোসেন স্যার আজ চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদরাসায় সংক্ষিপ্ত পরিদর্শনে আসেন।


National Academy for Educational Management (NAEM) এর সম্মানিত পরিচালক চাঁদপুরের কৃতিসন্তান ড: লোকমান হোসেন স্যার আজ চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদরাসায় সংক্ষিপ্ত পরিদর্শনে আসেন। তাঁর এই সংক্ষিপ্ত পরিদর্শনে তিনি প্রতিটি শ্রেনিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন । তিনি বলেন, তোমাদের পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহন করতে হবে। প্রকৃত মানুষ হতে হবে। শিক্ষার পাশাপাশ সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের কাছের হবেন, তাকে এমন শিক্ষা দেবেন, যেখানে তার মধ্যে দেশপ্রেম থাকবে। স্নেহ, মায়া মমতায় পড়াবেন। বর্তমান সরকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যথেষ্ট আন্তরিক এবং এই শিক্ষার অবকাঠামো ও গুনগত মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে নায়েম সহসাই অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করবে। গত ১০/১১ বছরে শিক্ষায় অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ করে বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি শিক্ষায় আমূল পরিবর্তন সাধনে নিরলস কাজ করে যাচ্ছেন।মন্ত্রণালয়ের অন্যরাও তাঁর আহবানে, নির্দেশনায় কাজ করছেন। তিনি বলেন, যুগোপযোগী শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার্থীকে অবশ্যই মেধাবী তৈরি করতে হবে, কিন্তু সেই মেধা তার দেশ, জাতি বিশ্ব সবার মঙ্গলে কাজে লাগতে হবে। সকলকে এ ব্যপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এসময় মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান খান,উপাধ্যক্ষ মিজানুর রহমান, সহকারি অধ্যাপক ইকবাল হোসেন পাটোয়ারীসহ সকল শিক্ষক কর্মচারি উপস্থিত ছিলেন।

https://m.facebook.com/story.php?story_fbid=2677998902296497&id=100002592416022