Loading..

প্রকাশনা

৩০ জানুয়ারি, ২০২০ ১২:১৯ পূর্বাহ্ণ

নিস্তব্দতা

আজ আকাশের মন ভালো নেই

মন ভালো নেই আমারও ,

আকাশ সে তো কাঁদতে পারে 

আমি পারছিনা তাও !

যায় দুচোখ  যতদুর- যেথায় মিশেছে আকাশ ,

দেখেছি শুধু জলরাশির গতিহীন বাস ।

জলরাশি এমন শান্ত !

এমন কী তার স্বভাব হয় ?

তার এই নিস্বব্দতা,

নাকি অন্য কোন কথা কয় ?

বুঝতে পারো  নিস্তব্দতার মানে ,

কেন  এমন ধীর স্থির ?

বুকের ভিতর তৈরি হওয়া-

ক্ষতটা যে কত গভীর !

নিস্তব্দতা না বুঝলে, 

বুঝবে কী চোখের ভাষা ?

নিস্তব্দতায় ভরে থাকে 

মনের হাজার অব্যক্ত কথা ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি