Loading..

মুজিব শতবর্ষ

৩০ জানুয়ারি, ২০২০ ০২:১৫ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ এর দিক নির্দেশনা মূলক বক্তব্য

১৭মার্চ'২০২০ থেকে শুরু হচ্ছে "মুজিব বর্ষ"। আমাদের ভালোবাসা শ্রদ্ধা জানাই তাঁর ১০০ জন্মবার্ষিকীতে। আর এই শ্রদ্ধা জানাতেই কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আমরা আমাদের প্রিয় দেশটাকে " সোনার বাংলায়" রুপান্তর করতে পারি।

অন্য অনেক দেশের মত আমাদের দেশের গুণগত শিক্ষা ২০৩০এর মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিকল্পনা হয়েছে।

বর্তমান সময়ে চলছে চতুর্থ বিপ্লব। এই চতুর্থ বিপ্লব চ্যালেঞ্জ করতে গুণগত শিক্ষা বাস্তবায়ন করতে হবে।

গুণগত শিক্ষা বাস্তবায়নে প্রথমেই কিছু soft skills শিক্ষার্থীদের দিতে হবে যাতে তাদের মানসিক দক্ষতার পরিবর্তন হবে।

শিক্ষার্থীরা হবে creative, critical, morality (নৈতিক), সামাজিক দায়বদ্ধ, employability, adapting,healthy.

বর্তমান পৃথিবীটা হচ্ছে নতুন। নতুন পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে। এইসবই সম্ভব হবে এই গুণগত শিক্ষার মাধ্যমে।  

প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক গত ২১জানুয়ারী'২০২০ আমাদের বিদ্যালয় গবর্মেন্ট সায়েন্স হাই স্কুল,তেজগাঁও,  ঢাকাতে উপরোক্ত বক্তব্য  প্রদান করেন।         

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি