Loading..

মুজিব শতবর্ষ

০১ ফেব্রুয়ারি , ২০২০ ০৯:৪৪ অপরাহ্ণ

২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ হিসাবে ঘোসনা।

জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সর্ব কালের সর্ব যুগের শ্রেষ্ঠ বাঙ্গালী যিনি জীবনের প্রতিটি মূহুত্ব শুধু বাঙ্গালী জাতি সত্তা হৃদয়ে ধারন করে রেখে ছিলেন। আর সেই বাংগালী জাতীকে শত্রুর করাল ঘ্রাস হতে রক্ষা করতে আজীবন লড়াই সংগ্রাম করেছিলেন। এবং দেশ স্বাধীন করে ছিলেন কিন্তু নির্মম পরিহাস শত্রুর দ্বারা তিনি স্বপরিবারে শাহাদত বরন করেছিলেন। গোটা জাতী আজ তার কাছে রিনি। তাই জাতী পরম শ্রদ্ধাভরে তার জন্মশত বার্ষিকি পালন করছে। এবং জাতীর জনক বংগবন্ধ কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ ঘোসনা করেছেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি