Loading..

ম্যাগাজিন

০২ ফেব্রুয়ারি , ২০২০ ০৮:৩৪ অপরাহ্ণ

কবিতা

সত্য সুন্দর
--
প্রগাঢ় প্রশান্তি নামে
চিত্তে প্রশান্ত সুন্দর এখন স্থির, দৃঢ় প্রত্যয়ে।
মিথ্যে গোচরীভূত,
সত্য আর মিথ্যের পার্থক্য সুস্পষ্ট যখন
চিত্ত আনন্দে উদ্বেল।
সুমিষ্ট মিথ্যের চেয়ে তিক্ত সত্য সুন্দরে
নিমেষে দূরীভূত মোহ।
নকলের চমক ক্ষণকাল থাকে,
প্রকৃত থাকে অবগুণ্ঠিত।
রহস্যের অনুগমন শেষে প্রকটিত
সত্যের বৈভব।
প্রাণভরে ধরে রাখি সত্যের সাদামাটা অবয়ব,
মিথ্যের কুহকজাল অপসৃত।
এভাবেই তুমি হও প্রজ্জ্বলিত সম্মুখে আমার,
কঠিন সত্যরে ভালবাসি দ্বিধাহীন চিত্তে।
--০১/০২/২০২০

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি