Loading..

প্রেজেন্টেশন

০৫ ফেব্রুয়ারি , ২০২০ ১০:৩৫ পূর্বাহ্ণ

শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক হিসেবে ‘মা’-এর ভূমিকা

“পড়! আর তোমার রব বড়ই অনুগ্রহশীল, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, যা সে জানতো না।‌‌‌”(আল-কুরআন, সুরা আলাক, আয়াত ৩-৫)। মহাগ্রন্থ আল-কোরআনের এই আয়াতে শিক্ষার সব দিক নিহিত। মনে রাখতে হবে, আয়াত অর্থ কোন বাক্য নয়। এটা মহান স্রোষ্টার বাণী।

কাহালু সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার মা সমাবেশের আয়োজন করা হয় শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক হিসেবে ‘মা’-এর ভূমিকা তুলে ধরতে। আলোচনাই অংশ নেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাবা রিফাত আরা খানম সহ মাদরাসার শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ।