Loading..

খবর-দার

১০ ফেব্রুয়ারি , ২০২০ ০৭:২৮ অপরাহ্ণ

সিলাম_পিএল_বহুমুখী_উচচ_বিদ্যালয়ে_বৃটিশ_প্রতিনিধি_দলকে_সংবর্ধনা

#সিলাম_পিএল_বহুমুখী_উচচ_বিদ্যালয়ে_বৃটিশ_প্রতিনিধি_দলকে_সংবর্ধনা।


সিলেটের শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিল 

কানেকটিং ক্লাসরুম প্রোগ্রাম সিলেট-ওয়েলস 

পার্টনারশীপ কাজ করছে

...... আলী আকবর জেপি

প্রোপ্রার্টি ডেভেলপার ইন ইউকে এন্ড বাংলাদেশ আলী আকবর জেপি বলেছেন,


শিক্ষা ক্ষেত্রে সিলেটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং সিলেটের শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিল কানেকটিং ক্লাসরুম প্রোগ্রাম সিলেট-ওয়েলস পার্টনারশীপ কাজ করছে। তিনি বলেন শিক্ষার উন্নয়নে অভিভাবক,সমাজ সচেতন নাগরিক ও বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।শিক্ষার উন্নয়ন ছাড়া সমাজকে  এগিয়ে নেয়া সম্ভব নয়। তিনি  শনিবার বিকেলে দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বক্ত এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. রেজাউল ইসলাম ও মাহিয়া রহমান শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কার্ডিফের শিক্ষক প্রতিনিধি ক্রিস্টিনা রয়,ওয়েলস এর শিক্ষক প্রতিনিধি রেবেকা মোর,মিমন ফিলিপস, নিক্কি ব্যাচ, মাইকেল কবার্নহুগস,লুইস পিজারল্ড,কারেন্ট টোক,লিয়ারমেরেডিথ,মিলিসা ইবেন্স, মোহাম্মলদ শফিক, সেলিম হোসেইন এমবিই, টিম লিডার ও যুবরাজ গ্রুপের সিইও আনা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ কাওসার,আব্দুর রহমান মনা, শোয়েব কামালী,কাজী বাবর উদ্দিন আহমদ, মো.আনহার মিয়া,আব্দুল মুহিম, সোরাব আলী, মো. হারুন তালুকদার।


 বক্তব্য রাখেন সিলাম ইউপির সাবেক চেয়াম্যান এডভোকেট এমএ শহীদ, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সহকারী অধ্যাপক এমএ আজিজ, সিলাম পি এল উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ লাল রায়, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম আলী খন্দকার, সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, সমাজসেবী মুদাব্বির হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আক্তার নিজামী, হাজী সজ্জাদ মিয়া, শিক্ষক মোয়াজ্জেম হোসেন লনী, ছাত্রনেতা মনিরুল ইসলাম তুরন, এনামুল হক, সাংবাদিক এম. সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহিয়া মুনির।


এদিকে বৃটেনের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ব্রিটিশ শিক্ষক এবং ১১ জন  ব্যবসায়ী সহ ২১ সদস্যের প্রতিনিধি  দল আজ সিলেটে পৌঁছেছেন।  সিলেট বিভাগের ১০ টি স্কুল-কলেজের পার্টনার শিক্ষকরা শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট বিমানবন্দরে বিদেশি অতিথিদেরকে  বরণ করেন।


ব্রিটিশ শিক্ষকরা ০১ থেকে ০৬ ফেব্রুয়ারি সিলেটের দশটি শিক্ষা প্রতিষ্ঠান কানেকটিং ক্লাসরুম প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ব্রিটিশ কাউন্সিলের তিনজন প্রজেক্ট কো-অর্ডিনেটর তাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন।