Loading..

প্রেজেন্টেশন

০৪ মার্চ, ২০২০ ০৪:১২ অপরাহ্ণ

পাখিদের কথা_PTI Pirojpur

শিখনফলঃ

শোনাঃ

১.১.১  বর্ণ ও যুক্তবর্ণসহযোগে তৈরী শব্দ শুনে স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে।

১.২.১  পরিচিত ও আধিত শব্দ দিয়ে গঠিত বর্ণনামূলক বাক্য শুনে বুঝতে পারবে

১.৩.৪ প্রশ্ন শুনে বুঝতে পারবে।

৩.৩.১ পাখির বর্ননা শুনে বুঝতে পারবে।

বলাঃ

১.১.১ যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দ স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে।

১.১.২ যুক্তবর্ন দিয়ে গঠিত শব্দযুক্ত বাক্য স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে।

১.৩.২ প্রশ্ন করতে ও বলতে পারবে।

২.৬.১ পরিচিত পাখি সম্পর্কে বলতে পারবে।

পড়াঃ

১.৩.১ যুক্তব্যাঞ্জণ স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে।

১.৪.৪ সমমানের বইয়ের বাক্য প্রমিত উচ্চারণে পড়তে পারবে।

১.৫.১ বিভিন্ন বিরামচিহ্ন চিনে সাবলীলভাবে বাক্য ওচরণ পড়তে পারবে।

২.৪.২ গল্প পড়ে বুঝতে পারবে।


২.৬.১ পরিচিত পাখি সম্পর্কে পড়তে পারবে।

২.৬.২ পাখির বর্ণনা এবং ওই সম্পর্কে প্রশ্ন করতে পারবে।

লেখাঃ

১.৪.১ যুক্ত বর্ণ ভেঙে লিখতে পারবে।

১.৫.১ পাঠে ব্যবহৃত শব্দ দিয়ে নতুন নতুন বাক্য লিখতে পারবে।

১.৬.১ বিরামচিহ্ন ব্যবহার করে বাক্য লিখতে পারবে।

২.৪.১ পরিচিত পাখি সম্পর্কে লিখতে পারবে।


ইলা সরকার

পিটি আই পিরোজপুর