Loading..

উদ্ভাবনের গল্প

১৭ মার্চ, ২০২০ ০৮:৫৭ অপরাহ্ণ

বৃক্ষরোপণ কর্মসূচি -২০২০

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা , মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশ মোতাবেক অন্যান্য অনুষ্ঠানের মধ্যে অন্যতম একটি আয়োজন ছিলো ১০০ টি বৃক্ষ রোপণ। সরকারি সেই নির্দেশ পালন করার জন্য চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ের ক্যাম্পাসে ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদ সহ বিভিন্ন রকমের ১০০ টি গাছের চারা রোপণ করা হয়। গাছের চারা সংগ্রহ করার জন্য বিদ্যালয় ব্যবস্থা করলে ও অনেক শিক্ষার্থী তাদের বাড়ি থেকে চারা এনে এ কাজে অংশগ্রহণ করে। গাছের যত্ন নেয়ার জন্য দল করে দায়িত্ব ভাগ করে দেয়া হয়। এ দলের ভাগে ১০ টি গাছ দেখাশুনার দায়িত্ব পরেছে। জাতির পিতার জন্মশতবর্ষ সার্থক হউক। বঙ্গবন্ধু বেঁচে থাকবেন সারা বিশ্বের কোটি মানুষের হৃদয়ে । আমাদের আগামী প্রজন্ম জানুক সঠিক ইতিহাস। জয় বাংলা।