Loading..

খবর-দার

২৩ মার্চ, ২০২০ ১০:৪০ পূর্বাহ্ণ

কীভাবে ব্যবহার করবেন মাস্ক

* মাস্কের ভাঁজগুলো ঠিকমতো খুলুন। সেগুলো যেন নীচের দিকে ঝুঁকে থাকে।
* ৬ ঘণ্টা পরপর মাস্ক বদলে ফেলুন। বা ভিজে গেলেই খুলে ফেলুন।
* নাক, মুখ আর থুতনিতে মাস্ক লাগান। মাস্কের দুদিকে যেন কোনও ফাঁক না থাকে সেভাবেই বাঁধুন।
* মাস্ক একবার লাগানোর পর ফেলে দেওয়ার তা ফের ব্যবহার করবেন না। ব্যবহারের পর তা পরিষ্কার করে মাস্ক বন্ধ ময়লার পাত্রে ফেলুন।
* ব্যবহারের সময় মাস্ক স্পর্শ করবেন না।
* খোলার সময় মাস্কের যে জায়গায় বেশি ময়লা থাকতে পারে সে জায়গায় হাত দেবেন না।
* মাস্ক গলায় ঝুলিয়ে রাখবেন না। মাস্ক খোলার পর হাত পরিষ্কার করুন।