Loading..

প্রকাশনা

২৫ মার্চ, ২০২০ ১২:২১ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর কবিতা



Text Box:                           সেই ছেলেটি
                                                ------বিপ্লব কুমার দাস
       টুঙ্গিপাড়ায় জন্ম তাঁর বাংলাকে ভালোবাসত ,
       ভা্লোবেসে লোকে তাঁকে বঙ্গবন্ধু বলে ডাকত।
       ৭ মাচের ভাষন শুনে শিহরণ জাগে মনে,
       সেই ভাষন থেকেই সবাই স্বাধীনতার ক্ষণ গণে।
       ১৭ মাচ জ়ন্ম তাঁর আমরা সবাই জ়ানি,
       মনে প্রাণে তাকেই যে বঙ্গবন্ধু বলে মানি।
       ১৫ আগস্ট ঘাতকেরা মারল তাকে বুলেট,
       বাঙ্গালী হলো রক্তাক্ত হারালো তাদের বিবেক।
       ১০০  বছর  পরে  এলো   জন্মদিন   তাঁর,
       মুজিববষ  পালন  করব  এই  হোক  অঙ্গীকার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি