Loading..

খবর-দার

২৫ মার্চ, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ

মানসিকতা বদলান, নিজে পাল্টান সব পাল্টে যাবে

দোষ সরকারের, নাকি আপনার?

আপনারা বললেন ফ্লাইট বন্ধ করুন--সরকার করলো!

আপনারা বললেন লকডাউন করুন-সরকার তাও করলো, সাথে সেনাবাহিনীও দিলো!

সরকার বললো এখন দেশে আসবেন না-- আপনারা বললেন, বললে-ই হলো! আসবো এবং গুষ্টিসুদ্ধ এলেনও!

সরকার বললো একা বা আলাদা থাকুন---আপনারা
বাজারে গেলেন, বিয়ে করলেন, বাহিরে ইচ্ছেমতো ঘুরাঘুরি করলেন!

সরকার বললো ঘরে থাকুন-- আপনারা কক্সবাজার, পতেঙ্গাতে ভ্রমনে গেলেন, গণমোনাজাতে ৩ লক্ষ জমায়েত হলেন!

সরকার বললো ছুটিতে কোথাও যাবেন না-- আপনারা সেটাকে ঈদের ছুটি ভেবে ছুটলেন রেল, বাস স্টেশনে!

ভাই এরপরও দোষ একা সব সরকারের, আপনি ধোয়া তুলসী পাতা!
আসেন সরকারের গুষ্টি উদ্ধার করি!

আমাদের স্বভাবটা-ই এমন--আমি এভাবে-ই থাকবো, শুধু তুমি পরিবর্তন হয়ে যাও! আমি কিছু-ই করবো না সরকার সবকিছু ঠিক করে দিক।

মানসিকতা বদলান, নিজে পাল্টান সব পাল্টে যাবে।