Loading..

মুজিব শতবর্ষ

২৬ মার্চ, ২০২০ ০৭:৪৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধুঃ এক নজরে শতবর্ষ

১৯২০

১৭ মার্চ ১৯২০ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ উপজেলার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শেখ লুৎফর রহমান, মা শেখ সায়রা খাতুন। ডাকনাম খোকা।

১৯২৭

সাত বছর বয়সে গিমাডাঙা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষাজীবন শুরু।

1932/33

শেখ মুজিবুর রহমান ১৮ বছর বয়সে শেখ ফজিলাতুন্নেসা (রেনু)-কে বিয়ে করেন। তাঁরা দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা এবং তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল

১৯৩৮

১৮ বছর বয়সে শেখ ফজিলাতুননেছার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৯৪২

গোপালগঞ্জ মিশন স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

১৯৪৩

বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের (অল ইন্ডিয়া মুসলিম লীগের শাখা) কাউন্সিলর নির্বাচিত হন।

১৯৪৬

ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তবে সাম্প্রদায়িক দাঙ্গার সময় এ পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

১৯৪৭

ভারত এবং পাকিস্তানের পাশাপাশি তৃতীয় রাষ্ট্র হিসেবে স্বতন্ত্র, স্বাধীন বাংলা প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে আন্দোলনে যোগ দেন।

১৯৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং ৪ জানুয়ারি পাকিস্তানের প্রথম বিরোধীদলীয় ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।

১৯৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষণার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার হন। ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।

১৯৫২

১৬ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে জেলে বসেই অনশন শুরু করেন।

১৯৫৩

আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৫৪

যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ এবং প্রাদেশিক সরকারের কৃষি ও বন মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ।

১৯৫৫

আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ এবং পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত।

১৯৫৬

খান আতাউর রহমান প্রদেশ সরকারের মন্ত্রীত্ব গ্রহণ এবং ৯ মাসের মাথায় স্বেচ্ছায় পদত্যাগ।

১৯৫৭

আওয়ামী লীগ থেকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত।

১৯৫৮

মার্শাল ‘ল’ জারী হলে গ্রেফতার হন।

১৯৬৪

আওয়ামী লীগ থেকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত।

১৯৬৬

৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন।

১৯৬৮

ভারতের সহায়তায় পাকিস্তান বিচ্ছিন্ন করার অভিযোগে শেখ মুজিবুর রহমানকে ১ নম্বর আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ‘রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য’ মামলা দায়ের করা হয়।

১৯৬৯

আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি এবং পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ ঘোষণা করেন।

১৯৭০

নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেন।

১৯৭১

৭ ই মার্চ ভাষণ, ২৬ মার্চ মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা এবং পাকিস্তানি সেনাদের হাতে গ্রেফতার হন।

১৯৭২

১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন, ১২ জানুয়ারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ, দশ মাসের মধ্যে  ১০০ টি দেশের সবৃকৃতি আদায়, সংবিধান প্রণয়ন।

১৯৭৩

স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন আয়োজন এবং একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেন।

১৯৭৪

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯ তম সাধারণ পরিষদের সভায় প্রথমবারের মতো বাংলায় বক্তব্য রাখেন।

১৯৭৫

১৫ আগস্টের ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছু বিপথগামী ও উচ্চাভিলাষী বিশ্বাসঘাতক অফিসারদের হাতে সপরিবারে নিহত হন।

২০০৪

বিবিসি বাংলা শ্রোতা জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় প্রথম স্থান লাভ করেন।

২০১৯

১৫ আগষ্ট জাতিসংঘে প্রথম বারের মত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হয় এবং বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ হিসাবে ঘোষণা করেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি