Loading..

খবর-দার

২৭ মার্চ, ২০২০ ০৪:৪৬ অপরাহ্ণ

হে আল্লাহ! আমাদেরকে তোমার সেই সৃষ্টির অনিষ্ট থেকে রক্ষা করো যাদের আমরা দেখতে পাই না।

"তোমরা যখন বিচ্ছিন্ন হয়েছো তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের রব তোমাদের জন্য তাঁর রহমতকে প্রসস্থ করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণ সহজ করে দিবেন।"
(সুরা কাহফ-১৬)

প্রতি শুক্রবার সকালে আমি সুরা কাহফ পাঠ করি, অতপর আল্লাহর স্মরণে মসজিদে যাই। আজ যখন এ সুরাটি পড়ছিলাম তখন এক আলাদা অনুভূতি আমাকে আচ্ছন্ন করলো। কেন যেন মনে হচ্ছিল এখানে শুধু আমার আর আমার রবের কথোপকথন।

আমি আমার রবকে বলি-
‘হে আমাদের প্রতিপালক! তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান কর আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করে দাও।’

আমার রব জবাব দেন-
'তোমরা যখন বিচ্ছিন্ন হয়েছো তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের রব তোমাদের জন্য তাঁর রহমতকে প্রসস্থ করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণ সহজ করে দিবেন।'

আমি আমার রবকে বলি-
‘আমাদের প্রতিপালক তো তিনিই যিনি আসমানসমূহ ও যমীনের প্রতিপালক। আমরা কক্ষনো তাঁকে ত্যাগ করে অন্য কোন ইলাহকে ডাকব না। যদি আমরা ডাকি তাহলে তা হবে মহা অপরাধ।'

আমার রব বলেন -
'তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল আর আমি তাদের হিদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম। আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথপ্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন পথনির্দেশকারী অভিভাবক নাই।'

আজ বেশ কয়দিন যাবত স্বপরিবারে গৃহে আবদ্ধ আছি। বার বার গুহায় আশ্রয় নেয়া সেই যুবকদের কথা মনে পড়ছে। তারা ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। আর আমরা মানব জাতির বৃহত্তর কল্যানে গৃহে আশ্রয় নিয়েছি। হে আল্লাহ! আমাদেরকে তোমার সেই সৃষ্টির অনিষ্ট থেকে রক্ষা করো যাদের আমরা দেখতে পাই না। আমাদের ভয়কে দূর করে দাও। আমাদের জীবনে শান্তি ও নিরাপত্তা দান করো।