Loading..

খবর-দার

২৮ মার্চ, ২০২০ ০৮:৩৬ অপরাহ্ণ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষকের খোলা চিঠি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষকের খোলা চিঠি

 প্রিয় শিক্ষার্থীরা আসসালামুয়ালাইকুম,

 আমি তোমাদের প্রিয় হেড স্যার বলছি- কেমন আছো তোমরা ? তোমাদের পরিবারের সবাই নিয়ে নিশ্চয় নিরাপদে আছো।  তোমাদের বাবা মা' এবং পরিবারের প্রতিটি সদস্যকে আমার সালাম দিবে কতদিন তোমাদের দেখি না, বড্ড বেশি মিস করছি তোমাদের অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন স্কুল খুলবে? ফুলের বাগানে ফুল ফুটবে।কখন আবার তোমাদের সাথে গিয়ে মিলিত হতে পারবো? কখন দূর থেকে তোমাদের ছোটখাটো বিষয়ে খুনসুটি গুলো দেখবো? কখন তোমাদের পড়াশোনার পাশাপাশি ক্লাসে চেঁচামেচির আওয়াজ গুলো শুনবো? নিজের দুটো ছেলে মেয়ের সাথে নিজের অজান্তেই তোমাদের যে কতটা আপন করে নিয়েছি তা আজ হৃদয়ে রক্তক্ষরণ অশ্রু জল- বুঝিয়ে দিচ্ছেতা যেন রক্তের সম্পর্কের চেয়েও বেশি গাঢ়আজ আমার দেহ দেয়াল বন্দী, হৃদয় স্কুলে,কান পেতে শুনছে তোমাদের আওয়াজ ভাবতেই অশ্রু সজল হচ্ছে আঁখি যুগলযতই ভাবছি ততই বাড়ছে হৃদয় ভারআর বলতে পারছি না শুনো করোনা ভাইরাসের কারণে দেশ আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি, কখন সবকিছু স্বাভাবিক হবে, তা সবার অজানা তোমাদের এখন জীবন গড়ার সোনালী সময়, যা আজ গৃহবন্দি সবকিছু থেমে থাকলেও সময় যে আর থেমে থাকছে নাসময় বয়ে যাচ্ছে তার আপন গতিতেসামনেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ!তার মানে কি পড়াশোনাও বন্ধ?না পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হবে তোমাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই আগামী কাল সকাল নয়টা থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশ সংসদ টিভিতে অথবা বিটিভিতে ধারাবাহিক ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানে দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা রুটিন অনুযায়ী ক্লাস চলবে এবং ছাত্রছাত্রীদের বাড়ির কাজ দেওয়া হবে, এবং স্কুল খোলা হলে শিক্ষক মণ্ডলী তা মূল্যায়ন করে নাম্বার দিবেতাই অবহেলা করার কোন সুযোগ নেই ক্লাসের রুটিন স্কুলের পেইজে আগেই পোস্ট করা হয়েছে তা তোমরা সংগ্রহ করে নিবে এবং মনোযোগ সহকারে ক্লাস গুলো আয়ত্ত করবে আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি, একদিন তোমরা দেশ জাতির কর্নধার হবে ইন শা আল্লাহ্

 #ইতি

তোমাদের প্রিয় হেড স্যার, তাহের মাধ্যমিক বিদ্যালয়

ভেড়ামারা,কুষ্টিয়া ০১৭২৬০৩৪১৮৬