Loading..

নেতৃত্বের গল্প

৩১ মার্চ, ২০২০ ০৬:৫৫ অপরাহ্ণ

সমস্যা সমাধানভিত্তিক শিখন ও গাঠনিক মূল্যায়ন-প্রজেক্ট -৪

বিষয়: প্রাথমিক বিজ্ঞান, শ্রেণি: চতুর্থ,অধ্যায়: ৩ জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা। পাঠ : প্রাথমিক চিকিৎসা (সাপে কাটা)

বিদ্যালয় এলাকায় প্রচুর সাপের উপদ্রব। কিছুদিন পূর্বে ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আনিকাকে সাপে কেটেছিল।তার বাবা-মার অজ্ঞতার কারনে ভুল চিকিৎসায় আনিকা মারা যায়। সাপে কাটলে কি করতে হয় এলাকাবাসী জানে না।মূলত শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানের চেষ্টা করেছে। সাপে কাটার প্রাথমিক চিকিৎসাগুলো ধাদাশ গ্রামবাসী প্রায় সকলেই জানে।