Loading..

প্রকাশনা

৩১ মার্চ, ২০২০ ১১:০৭ অপরাহ্ণ

বাংলার চাষা

সাত সকালে লাঙ্গল কাধে

বাড়ির বাহির হয়,

হালের গরু সামনে চলে

আবার কিসের ভয়?

পান্তা ভাতে পিয়াজ মরিচ

আধপেটা খেয়ে চলে,

শান্ত মনে নাড়ির টানে

রাখালিয়া গান বলে।

মনে প্রানে প্রফুল্লতা

ক্লান্তি নাহি আসে,

ফসলের মাঠে মৃদু বাতাস

চোখের তারাই ভাসে।

জমিন চষে ক্লান্ত কৃষক

জিরই গাছের ছায়ায়,

যুগযুগ ধরে এমনিই চলে

কোব সে মধুর মায়ায়।

বর্ষা কালে ভরসা করে

ফসল ফলাই মাঠে,

ভাদ্র মাসের দুপুর রোদে

পিঠখানা যেন ফাটে।

শীতের দিনে ভোর বেলাতে

কৃষক চলে মাঠে,

বস্তা ভোরে ফসল নিয়ে

বিক্রী করে হাটে।

এমনি করে কেটে যায় দিন

কভু কাঁদা কভু হাসা,

আর কেহ নও তুমি যে মোদের

গ্রাম বাংলার চাষা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি