Loading..

খবর-দার

০৪ এপ্রিল, ২০২০ ১২:১২ অপরাহ্ণ

আশার_কথা_হল, আমাদের দেশের মাটি উর্বর। এ মাটির মানুষগুলোও কর্মঠ।

#করোনাভাইরাস এর সাথে প্রায় মিল #Contagion মুভিটি দেখলাম। মুভিতে চীনের উহানের একটি সাগরপাড় থেকেই ভাইরাস চড়িয়ে যায় বিশ্বজুড়ে। মুভিতে সাসপেক্টেড ব্যক্তির লক্ষণ দেখা দেবার ২৪ঘণ্টা আগ থেকে ভাইরাস চড়াতে দেখা যায়। ভাইরাস ৪০০ বার জেনেটিক পরিবর্তন করার কারণে কোন প্রতিষেধক আবিস্কারের আগেই মাত্র চারমাসে অসংখ্য মানুষ আক্রান্ত ও বেশ কয়েক হাজার মানুষের প্রাণনাশ হয়। চারমাস পর এমনি এমনি এর প্রকুপ থেমে হয়ে যায়। 

মুভির মত যদি সত্যিই এপ্রিলের মাঝামাঝি করোনাভাইরাস এর প্রকুপ থেমে যায় তবে হয়তো আমাদের প্রিয় মাতৃভূমি আপাতত রক্ষা পাবে। 

#আশার_কথা_হল, আমাদের দেশের মাটি উর্বর। এ মাটির মানুষগুলোও কর্মঠ। ছোট্ট এ দেশের অধিক জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে এ পরিস্থিতিতে অনেক বিষয়ে আমরা আমাদের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করার সুযোগ পাব। এতে করে একদিকে বিদেশের চাহিদা পূরণ করতে পারবো অন্যদিকে আমাদের অর্থনীতিও আরো সমৃদ্ধশালী হবে।