Loading..

খবর-দার

০৪ এপ্রিল, ২০২০ ০৯:২২ অপরাহ্ণ

বাংলাদেশ অনলাইন মাদরাসা https://web.facebook.com/bdonlinemadrasa
সুপ্রিয় সহকর্মীবৃন্দ
আপনারা জানেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে সারা দেশ লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে আছে। স্কুল কলেজ মাদরাসা বন্ধ। শিক্ষার্থীদের লেখা পড়ার কথা চিন্তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংসদ টিভির মাধ্যমে রেকর্ডকৃত ক্লাস সমপ্রচার করছেন। সংসদ টিভিতে পরিবেশিত ক্লাসের আদলে ক্লাস নিতে মাদরাসার শিক্ষকরা ও যথেষ্ট পারদর্শী তাতে কোন সন্দেহ নাই। কিন্তু আমরা মাদরাসার শিক্ষকরা আমাদের যথেষ্ট যোগ্যতা থাকার পরেও সংসদ টিভিতে ক্লাস উপস্থাপন করার জন্য কোন নির্দেশনা পাইনি। পাশাপাশি আমাদের মাদরাসার শিক্ষার্থীরা ঘরে বসে অলস সময় কাটাইতেছে। ফলে তারা লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতে আমরা মাদরাসা কন্টেন্ট ডেভেলপার গ্রুপের পক্ষ থেকে বিগত ৩/৪/২০২০ ইং তারিখে দেশের খ্যাতনামা শিক্ষকদের সমন্বয়ে ZOOM CLOUD মিটিংগে আলোচনার ভিত্তিতে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহন করা হইলো।
#মাদরাসার সকল শিক্ষক নিজ নিজ বিষয়ের উপর ৩ টি ভিডিও ক্লাস তৈরী করবেন।
# তৈরীকৃত ভিডিও ক্লাস নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করবেন।
#এবং উক্ত ভিডিও এর লিঙ্ক “বাংলাদেশ অনলাইন মাদরাসা” ফেইসবুক পেইজে শেয়ার করবেন।
# “বাংলাদেশ অনলাইন মাদরাসা” ফেইসবুক পেইজ ক্রিয়েট করবেন কিশোরগঞ্জের মাওলানা নাজমুল হক।
বিঃ দ্রঃ বাংলাদেশ অনলাইন মাদরাসা ফেইসবুক পেইজে শুধুমাত্র ক্লাস কন্টেন্ট এর ভিডিও আপলোড হবে। এ ছাড়া কোন পরামর্শ কোন টেকনিক,কোন ভিডিও টিউটরিয়াল দিতে হলে মাদরাসা কন্টেন্ট ডেভেলপার পেইজে দিবেন।
খুব শীগ্রই জুম ক্লাউড মিটিংগের মাধ্যমে ৬৪ জেলার মাদরাসা শিক্ষকদের সাথে আবারো কথা হবে, পরামর্শ হবে, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আর কাজে নেমে পড়ি। ৩/৪ দিনের ভিতরে আমরা আমাদের নিজ নিজ ক্লাস কে ভিডিও আকারে তৈরী করি।
বাংলাদেশ অনলাইন মাদরাসা পেইজের লিংক। এই পেইজে আপনাদের তৈরীকৃত ভিডিওর ইউটিউব লিঙ্ক শেয়ার করার জন্য অনুরুধ করছি।
সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি, ঘরে থাকুন, নিরাপদ থাকুন।
বিঃদ্রঃ উক্ত পেইজের এডমিন হিসাবে আমি মোঃ লোকমান খান ও মাও নাজমুল হক এডমিন ভবিস্যতে আরো বাড়ানো হবে।
আল্লাহ হাফেজ।
মোঃলোকমান খান
সহঃশিক্ষক
রুস্তমপুর ন'মৌজা সুন্নিয়া দাখিল মাদরাসা
নবিগঞ্জ,হবিগঞ্জ
মোবাইলঃ০১৭৩১৬৭৫৪৭৯