Loading..

ভিডিও ক্লাস

০৪ এপ্রিল, ২০২০ ০৯:৪৯ অপরাহ্ণ

ইন্টারনেট (Internet) -এর কার্যক্রম

ইন্টারনেট (Internet):

Internet -এর পূর্ণশব্দ হলো Internet work। যার পূর্ণ অর্থ হলো Interconnected networks বা আন্তঃসংযোগ নেটওয়ার্ক। দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, মডেম, ওয়্যারলেস, স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে সমন্বয় করার প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। আর নেটওয়ার্কসমূহের নেটওয়ার্ক হলো Internet । অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার নেটওয়ার্কসমূহের সমন্বিত ব্যবস্থাকে Internet বলে। এটি বিভিন্ন LAN, MAN এবং WAN এর সংযোগে তৈরি । ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্টের প্রতিরক্ষা বিভাগ উচ্চতর গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। যার নাম দেওয়া হয় ARPANET। ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ উপযোগী TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol) উদ্ভাবনের সাথে Internet শব্দটি চালু হয়। ১৯৮৩ সালে ARPANETTCP/IP ব্যবহার শুরু হয়। ১৯৯০ সালে ARPANET এর কার্যক্রম বন্ধ করে Internet নামে পরিচিতি লাভ করে। ১৯৯২ সালে আমেরিকার  Virginia রাজ্যে Internet Society(ISOC) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে Internet তথ্যের এক বিশাল ভান্ডার। বিশ্বের বিভিন্ন  দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর তথ্য ভান্ডার নিরবিচ্ছিন্নভাবে ব্যবহারে Internet এর   কোনো জুড়ি নেই।