Loading..

প্রকাশনা

০৭ এপ্রিল, ২০২০ ০৮:৪৩ অপরাহ্ণ

"কোথায় গেল হারিয়ে'

কোথায় গেল হারিয়ে
--------------------------------
           লেখক-মহিউদ্দিন

মাছে ভাতে বাঙ্গালী,
ইলিশ মাছটা গেছে চলি।

শাড়ী পরা রমণী,
সেমী গেঞ্জি মেম সাহেবী।
লুঙ্গী ধুতিতে বাঙ্গালী,
কোট প্যান্টে খৃষ্টানী।

তারিখ লেখি ইংরেজী,
বাংলার মাস জানিনি।
আমরা হলাম বাঙ্গালী,
মুখেই শুধু বোল ছাড়ি।

টিভি খুললেই ফ্যাশান শো,
ব্যান্ড সঙ্গীত পপ শো।
হিন্দি গানের ছড়াছড়ি,
মাথা নষ্ট ইংরেজি।

বাংলার ছড়া বাংলার গীত,
পল্লীগীতি ভাটিয়ালি।
হাছন রাজা-লালন ফকির,
গান গেয়েছে কতো মধূর।

কোথায় গেলো হারিয়ে সব,
ধরে রাখবে কোন বাহাদূর।
আমরা হলাম বাঙ্গালী,
মুখেই শুধু বোল ছাড়ি।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি