Loading..

খবর-দার

১১ এপ্রিল, ২০২০ ১১:০০ পূর্বাহ্ণ

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১। শ্রেণিবিন্যাস কী?

উত্তর : সহজ ও সুশৃঙ্খলভাবে প্রাণিজগৎকে জানার জন্য বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।

২। শ্রেণিবিন্যাসের জনক কে?

উত্তর : ক্যারোলাস লিনিয়াস।

৩। দ্বিপদ নামকরণ কী?

উত্তর : একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি পদবিশিষ্ট হয়, যাকে দ্বিপদ নামকরণ বলে।

৪। আধুনিক শ্রেণিবিন্যাসে সব প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত?

উত্তর : এনিমেলিয়া।

৫। এনিমেলিয়াজগৎকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৯টি পর্বে ভাগ করা যায়।

৬। কোন পর্বের প্রাণীদের স্পঞ্জ ডাকা হয়?

উত্তর : পরিফেরা।

৭। কোন পর্বের প্রাণীদের দেহে ছিদ্র থাকে?

উত্তর : পরিফেরা পর্বের প্রাণীদের।

৮। কোন পর্বের প্রাণীদের সিলেন্টেরেটা ডাকা হয়?

উত্তর : নিডারিয়া।

৯। নিডারিয়া পর্বের প্রাণীদের দুটি ভ্রূণীয় কোষস্তরের নাম কী?

উত্তর : এন্ডোডার্ম ও এক্টোডার্ম।

১০। সিলেন্টেরন কী?

উত্তর : নিডারিয়া প্রাণীদের দেহগহ্বরকে সিলেন্টেরন বলে।

১১। সিলেন্টেরনের কাজ কী?

উত্তর : নিডারিয়া পর্বের প্রাণীদের পরিপাক ও সংবহনে অংশ নেওয়া।

১২। নিডোব্লাস্ট কী?

উত্তর : নিডারিয়া প্রাণীদের এক প্রকার বৈশিষ্ট্যপূর্ণ কোষ, যা শিকার ধরা, চলন, আত্মরক্ষায় অংশ নেয়।

১৩। কোন পর্বের প্রাণীদের দেহ কিউটিকল আবৃত?

উত্তর : প্লাটিহেলমিনথিস।

১৪। হিমোসিল কী?

উত্তর : আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে।

১৫। কাইটিনসমৃদ্ধ আবরণী কোন পর্বের প্রাণীদের থাকে?

উত্তর : কাইটিনসমৃদ্ধ আবরণী আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের থাকে।

১৬। প্রাণিজগতের সবচেয়ে বড় পর্বের নাম কী?

উত্তর : আর্থ্রোপোডা।

১৭। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মাথায় কী পাওয়া যায়?

উত্তর : একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা।

১৮। অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ কোনটি?

উত্তর : নেফ্রিডিয়া অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ।

১৯। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে যে ‘সিটা’ থাকে তাদের কাজ কী?

উত্তর : সিটা চলাচলে সাহায্য করে।

২০। প্লাটিহেলমিনথিসের শিখা অঙ্গের কাজ কী?

উত্তর : প্লাটিহেলমিনথিসের শিখা অঙ্গটি রেচন অঙ্গ হিসেবে কাজ করে।

২১। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহ কয়ভাগে বিভক্ত?

উত্তর : একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত।

২২। পানি সংবহনতন্ত্র ও নালিপদের সাহায্যে চলাচল করে কোন পর্বের প্রাণীরা?

উত্তর : একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা।

২৩। কর্ডাটা পর্বের ৩টি উপপর্বের নাম কী?

উত্তর : ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা।

২৪। নটোকর্ড কী?

উত্তর : কর্ডাটা পর্বের প্রাণীদের পৃষ্ঠদেশ বরাবর থাকা নরম, নমনীয়, দণ্ডাকার, অখণ্ডায়িত অঙ্গ।

২৫। কোন পর্বের প্রাণীদের দেহ শক্ত খোলসে আবৃত?

উত্তর : মলাস্কা পর্বের প্রাণীদের দেহ শক্ত খোলসে আবৃত।

২৬। উভচর প্রাণীরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উত্তর : উভচর প্রাণীরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।

২৭। শ্রেণিবিন্যাসের ধাপ কয়টি?

উত্তর : শ্রেণিবিন্যাসের ধাপ সাতটি।

২৮। মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে?

উত্তর : করোটিতে।

২৯। কোন প্রাণীদের শীতল রক্তের প্রাণী বলা হয়?

উত্তর : উভচর/অ্যাম্ফিবিয়া।

৩০। পক্ষিকুল সহজে উড়তে পারে কেন?

উত্তর : ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকার কারণে পক্ষিকুল সহজে উড়তে পারে।