Loading..

খবর-দার

১৪ এপ্রিল, ২০২০ ০৮:৫২ অপরাহ্ণ

বৃহত্তর স্বার্থে আমরা ক্ষুদ্রতর স্বার্থ পরিত্যাগ করতে পিছপা হবনা।

করোনার কারনে আমরা আজ পর্যন্ত যেসব পালন করতে পারলাম না:
১. ১৭ ই মার্চ

২. ২৫ শে মার্চ
৩. ২৬ শে মার্চ
৪. পবিত্র শব ই বরাত
৫. বাংলা নববর্ষ
এছাড়াও অনেকের ব্যক্তিগত ও পারিবারিক প্রোগ্রাম।
অবস্থার আশানুরূপ উন্নতি না হলে আসন্ন রমজানের জামাতে তারাবীর নামায ও ঈদোৎসব করা যাবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

ভর দুপুরে কিংবা সন্ধ্যার পর বি-ব্লক ও বগুড়া ক্যান্টনমেন্টের পাশের হাইওয়ে রাস্তার দিকে তাকালে কান্না আসে। আমরা দূষণ ও যানজটমুক্ত শহর চাইলেও এমনটি কখনো চাইনি। 

আমরা অনেক কিছুই পারছি এখন, আর কয়েকটা দিন এভাবে পারলে হয়ত সামনে সুদিন আসবে, সেই আশায় বুক বেধে আছি। বৃহত্তর স্বার্থে আমরা ক্ষুদ্রতর স্বার্থ পরিত্যাগ করতে পিছপা হবনা।

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা-শুভ নববর্ষ -১৪২৭। ঘরে থাকুন, ভালো থাকুন, সবাইকে নিরাপদে রাখুন।